বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | ভারতীয় সেনাবাহিনীতে এক লক্ষেরও বেশি সেনা ঘাটতি

SG | ২৩ এপ্রিল ২০২৫ ১৯ : ০৫Sourav Goswami


আজকাল ওয়েবডেস্ক: পাহেলগাঁও-এ জঙ্গি হানার নিরিখে দেশজুড়ে নিরাপত্তা আশঙ্কা তীব্র হয়েছে। পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার কথাও প্রচারিত হচ্ছে নেটদুনিয়ায়। কিন্তু সীমান্ত নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে থাকার কথা, সেই সেনাবাহিনীতে এক লক্ষেরও বেশি পদ ফাঁকা। নেই নতুন নিয়োগ। আর কেউ নয়, একথা জানিয়েছে খোদ প্রতিরক্ষা মন্ত্রক। সংসদের স্থায়ী কমিটিকে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর মোট কার্যকরী সংখ্যা এখন ১২.৪৮ লক্ষ, যেখানে অনুমোদিত সংখ্যা তার চেয়ে অনেক বেশি।

২০২৪ সালের ১ অক্টোবর পর্যন্ত সেনাবাহিনীর মোট সদস্য সংখ্যা ১১,০৫,১১০, যেখানে অনুমোদিত সংখ্যা ১১,৯৭,৫২০ — অর্থাৎ প্রায় ৯২,৪১০ জন জুনিয়র কমিশনড অফিসার (JCO) ও নন-কমিশনড অফিসারের (NCO) ঘাটতি রয়েছে, যা ৭.৭২ শতাংশের ঘাটতি নির্দেশ করে।

অফিসার স্তরেও দেখা যাচ্ছে গুরুতর সংকট। ২০২৪ সালের ১ জুলাই অনুযায়ী, সেনাবাহিনীতে মোট অফিসারের সংখ্যা ৪২,০৯৫ (চিকিৎসা, দাঁত এবং নার্সিং বাদে), যেখানে অনুমোদিত সংখ্যা ৫০,৫৩৮ — অর্থাৎ ১৬.৭১ শতাংশের ঘাটতি।

এই সংকটের সময়, সেনাবাহিনী একদিকে যেমন চীন সীমান্তে পূর্ব লাদাখে ৫০,০০০-এর বেশি সেনা মোতায়েন রেখেছে, তেমনি জম্মু অঞ্চলে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পাওয়ায় সেখানে অতিরিক্ত ১৫,০০০ সেনা পাঠানো হয়েছে।

সেনা সংখ্যা বৃদ্ধির জন্য প্রতিরক্ষা মন্ত্রক নির্ভর করছে ‘অগ্নিপথ’ নিয়োগ প্রকল্পের উপর। ২০২২ সাল থেকে এই প্রকল্পে প্রতি বছর ৪০,০০০ জন ‘অগ্নিবীর’ নিয়োগ করা হলেও, কোভিডের সময় দুই বছর কোনও নিয়োগ না হওয়ায় প্রায় ১.২ লক্ষ সেনার অবসর ও বেরিয়ে যাওয়ার কারণে ঘাটিটি এখনও পূরণ হয়নি।

অফিসার ঘাটতি পূরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। এসএসবি (সার্ভিস সিলেকশন বোর্ড)-এর মাধ্যমে প্রার্থী নির্বাচনের প্রক্রিয়ায় এনেছে নানা সংস্কার: ইন্টারভিউয়ের তারিখের বারবার বদল, অনুপস্থিত প্রার্থীদের দ্বিতীয় সুযোগ, ব্যাচের সংখ্যা দ্বিগুণকরণ, অনলাইনে ডকুমেন্ট আপলোডের সুবিধা, এবং মেডিকেল পরীক্ষার সময় ৮-১০ দিন থেকে কমিয়ে ২-৩ দিন করা হয়েছে।

তাছাড়াও, অফিসার প্রশিক্ষণে দ্রুততা আনতে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে (OTA) একটি ‘ইয়ং লিডারস ট্রেনিং উইং’ চালু করা হয়েছে। ১০+২ টেকনিক্যাল এন্ট্রি স্কিম (TES)-এও সংস্কার এনে ৩+১ বছরের মডেল চালু করা হয়েছে, যাতে প্রশিক্ষণের সময় এক বছর কমে যায় এবং দ্রুত অফিসার তৈরি হয়।

প্রতিরক্ষা মন্ত্রক আশ্বাস দিয়েছে, নিয়মিত সময়সীমার মধ্যে অফিসার পদে নিয়োগ চালু থাকবে এবং নির্বাচন প্রক্রিয়ায় সংস্কারের ফলে প্রশিক্ষণে অংশগ্রহণের হার বেড়েছে।

সামরিক প্রস্তুতি ও চ্যালেঞ্জের সময়ে এই ঘাটতি দেশীয় প্রতিরক্ষার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


Indian ArmyAgnipath schemeMinistry of Defence

নানান খবর

নানান খবর

৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের, সমস্ত ‘সার্ক’ ভিসা বাতিল: বিদেশ মন্ত্রক

স্থগিত সিন্ধু জল চুক্তি, বন্ধ আটারি সীমান্ত, পহেলগাঁও হামলার পরের দিনেই কড়া পদক্ষেপ ভারতের: সূত্র

Exclusive: ‘আমরা তো অতিথিদের কখনও ধর্মে মাপিনি’, কাশ্মীরী মেহরাজের কান্নায় কেঁপে উঠল দেশ!

তামিলনাড়ু ও তেলেঙ্গানায় মিড-ডে মিলে বিষক্রিয়া, পড়ুয়ারা হাসপাতালে

ভেলোর দুর্নীতি মামলা: জলসম্পদ মন্ত্রী দুরাই মুরুগনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ

জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উচ্চ পর্যায়ের বৈঠক করলেন তিনি

পহেলগাঁওতে জঙ্গি হামলা, চালু করা হল হেল্পলাইন নম্বর

রক্তাক্ত কাশ্মীর! পহেলগাঁওতে ২৬ জনের মৃত্যুর আশঙ্কা, বিস্ফোরক দাবি এক মহিলার

'মোদিকে গিয়ে বলুন', স্বামীর নিথর দেহের সামনে দাঁড়িয়ে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা স্ত্রী পল্লবীর

ভালবেসে বিয়ে করেছিলেন, মেয়েকে শ্বশুরবাড়ি থেকে অপহরণ করল বাপের বাড়ির লোক! তারপর...

মহিলা সহকর্মীকে খুন করে দেহ টুকরো করে দিয়েছিলেন, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত পুলিশকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত

নিজের বাড়িতেই বন্দি ছিলেন, স্বামী মারতে চেয়েছিলেন তাঁকেই? প্রাক্তন ডিজিপি খুনে বিস্ফোরক স্ত্রী

চিকেন পক্সকে বাঙালিরা 'মায়ের দয়া' বলে থাকেন? নেপথ্যে কোন ইতিহাস রয়েছে

রাজস্থানে পিয়ন পদের পরীক্ষা: ২৪.৭৬ লক্ষ আবেদনকারীর মধ্যে পিএইচডি-এমবিএ-আইনে স্নাতকের ছড়াছড়ি!

'তুই কে? বাইরে দেখা কর, দেখি কীভাবে বেঁচে ফিরিস'! দোষী সাব্যস্ত হতেই বিচারককে হুমকি আসামির

সোশ্যাল মিডিয়া